ক্ষণিকের মিলন
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৩ জানুয়ারি, ২০১৩, ০৫:২৬:৪৮ বিকাল
আজ পরানে মোর
পরানের ত্রাস করিব দূর।
বেদনা বিধুর!
তাহারাও শেষ
করিব আজ অবশেষ নিশ্চয়।
প্রিয়ারে মোর-
আপনা হতে বলেছিলেম যখন
হৃদয়ে মোর শশ্মান ঘোর।
উচ্চ হাসে হাসিতে হাসিতে
কন্ঠ তাহার রোধ হয়ে আসে।
নির্বাক চেয়ে
কি যেন ভয়ে
আঁখিদ্বয় তার মুছিতে মুছিতে বলে
তাই হবে! তাই হবে!
তোমারই হবে জয়।
ক্ষণকাল আঁখি
মৃদু বুজে থাকি।
সেত চেয়ে রয়।
বলি করি উচু আঁখি-
ওগো, তোমারেত দেইনি ফাকি।
এত প্রাপ্য ছিলো মোর।
কহিলে- থাক ঢের হয়েছে।
তুমি যাও, তুমি যাও।
আমি নির্বাক হয়ে রহি ক্ষণকাল,
আঁখি পানে তার
চাহনিতে সাহসে কুলায়।
এভাবে গেল কিছুকাল বয়ে।
আবার আমি বলিলাম - তুমি জাননা,
এত মোর বেদনা।
তুমি কেন কাঁদ,
মিছে কেন প্রেমানলে বাঁধ?
আমিত সবার,
জগতের সকলই আমার।
বলেছিলে- বলতেছিনা থাক!
থামিলাম অবশেষ।
তুমিও গেলে চলে,
বসে আছি একা।
দেখেছ কথাটি মোর,
পাওনি হৃদয়ের দেখা।
তুমিও একা, আমিও একা,
এ কথায় বুঝি ভালে ছিলো লেখা।
বাতায়নে চেয়ে
বসে আছি হায়,
এরও হবে অবশেষ নিশ্চয়।
বিষয়: সাহিত্য
৮৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন